সাম্প্রতিক প্রাকৃতিক দূযোর্গ-বন্যায় মাননীয় মহাপরিচালক ও উপজেলা আনসার ও ভিডিপি সংগঠনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ২৫০ জন সদস্য-সদস্যার মধ্যে শুকনো খাবার ও ত্রান সামগ্রি বিতরন করা হয়।
বাহনীর পক্ষ থেকে তৃনমুল পর্যায়ের সদস্য-সদস্যাদের মাঝে গাচের চারা বিতরন করা হয়।
২০২২-২০২৩ অর্থবছরে গ্রামভিত্তিক অস্ত্রবিহীন মৌলিক প্রশিক্ষণ (৬৪ জন) ও অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (৩০ জন) ও পেশাভিত্তিক মৌলিক প্রশিক্ষণ(১২জন) মোট-১০৬ জন কে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে।
মাঠ পর্যায়ের কাজ কর্ম সুষ্ঠভাবে পরিচালনার স্বার্থে ০২ জন ইউনয়ন দলনেতাকে প্রশিক্ষণ এ আওতায় এনে নিয়োগ প্রদান এর ব্যবস্থা করা হয়েছে।
শারদীয় দূর্গাপূজা-২০২২খ্রিঃ উপলক্ষ্যে জন-নিরাপত্তা রক্ষার্থে ১৪৮ জন সদস্য মেতায়েন করে সফল ভাবে সম্পন্ন করা হয়।
উপজেলা সমাবেশ-২০২২ খ্রিঃ ২০০ জন সদস্য-সদস্যা ও প্রধান অতিথি জনাব মোঃ ফয়সাল হোসেন ,জেলা কমান্ড্যান্ট,সিলেট ,উপজেলা নির্বাহী কর্মকর্তা,উপজেলা চেয়ারম্যান ,উপজেলা পরিষদ,কোম্পানীগঞ্জসহ উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তার উপস্থিতিতে সফল ভাবে সম্পন্ন করা করা হয়, এবং ভালো কাজের স্বীকৃতি সরূপ ৩৫ জনকে পুরস্কৃত করা হয়।
২০২২-২০২৩ কোম্পানীগঞ্জ উপজেলায় ৪০ জন দরিদ্র সদস্য-সদস্যার মধ্যে ৪০ টি শীত বস্ত্র সুষ্ঠভাবে বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জনাব ফয়সাল হোসেন,জেলা কমানন্ড্যান্ট,সিলেট।
অত্র কোম্পানীগঞ্জ উপজেলায় ভালো কাজের স্বীকৃতি স্বরুপ সকল দলনেতা ও আনসার কমান্ডারদের মধ্যে জেলা কমান্ড্যান্ট ,সিলেট এর পক্ষ থেকে ১১ টি সাইকেল বিতরন করা হয়।
পদক ও পুরস্কারঃ সর্বোপরি বিগত এক বছর এ ভিবিন্ন সেবামুলক কাজের জন্য ৪৩ তম জাতীয় সমাবেশ -২০২৩ উপলক্ষ্যে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাম্মৎ সেলিনা বেগমকে বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক প্রদান করা হয়। এছাড়াও অত্র কোম্পানীগঞ্জ উপজেলায় ০১ জন অঙ্গীভুত পিসি ও ০২ জন ইউনিয়ন দলনেতা এবং ০৩ জন ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার ( মোট-০৬ জন) কে ৪৩ তম-সমাবেশ পুরস্কার প্রদান করা হয়।