Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

কোম্পানীগঞ্জ এর প্রাকৃতিক দুর্যোগ(বন্যা)

বিশেষ করে জুন/২০২২ খ্রি: এ সিলেট এর ইতিহাসে সর্ববৃহৎ প্রাকৃতিক দুর্যোগ বন্যা হয় । যার উৎপত্তি ছিল কোম্পানীগঞ্জ উপজেলায় । স্মরনকালের সর্ববৃহৎ মহাপ্লাবন যাকে বলে। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাম্মৎ সেলিনা বেগম এর নেতৃত্বে অঙ্গীভুত পিসিি, ইউনিয়ন দলনেতা/দলনেত্রী ,ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডারসহ ভিডিপি সদস্যগন বন্যার্তদের উদ্ধার করেন, শুকনো খাবার বিতরন করেন।বন্যার্ত ও বন্যা পরবর্তীতে ও বিভিন্ন ধরনের ত্রান বিতরন করেন। যার মুল্যায়ন সরুপ ভালে কাজ ও নিরলস সেবা প্রদানের জন্য বাহিনী থেকে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাম্মৎ সেলিনা বেগমকে ৪৩ তম জাতীয় সমাবেশে মাননীয় প্রধান মন্ত্রী-শেখ হাসিনা বাংলাদেশ গ্রামপ্রতিরক্ষা দল সেবা পদক প্রদান করেন। ৪৩ তম জাতীয় সমাবেশে -সমাবেশ পুরস্কার হিসেবে ১ম -পুরস্কার প্রদান করা হয়,অঙ্গীভুত পিসিি সুদিন দাস ও ইউনিয়ন দলনেতা  মো: মইনুল ইসলাম হেলালকে প্রদান করা হয়। ৪৩ তম জাতীয় সমাবেশেএছাড়াও আরো ০১ জন দলনেতা ও ০৩ জন ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডারকে সমাবেশ পুরস্কার প্রদান করা হয়।